আখাউড়ার অন্তত আটটি স্থানে বাঁধ ও সড়ক ভেঙে ৪০টি গ্রামে পানি প্রবেশ করেছে।
Published : 22 Aug 2024, 05:17 PM
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাওরা নদীর বাঁধের দুইটি স্থানে ভেঙে গেছে। এতে করে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলার কর্ণেল বাজার এলাকায় হাওরা নদীর বাঁধের একটি স্থান ভেঙে যায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এর আগে বুধবার মধ্যরাতে প্রবল বেগে আসা পানির চাপে একই ইউনিয়নের খোলাপাড়া এলাকায় হাওরার বাঁধ আরেকটি পয়েন্টে ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।
এছাড়া পানির স্রোত বাড়ায় উপজেলার শান্তিপুর ও ছয়ঘরিয়া এলাকায় দুইটি স্থানেও হাওরার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেগুলো যে কোনো সময় ভেঙে নতুন করে আরও গ্রাম প্লাবিত হতে পারে।
জানা গেছে, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আখাউড়া ও কসবা উপজেলার সাতটি ইউনিয়নে পানি প্রবেশ করেছে।
আখাউড়ার অন্তত আটটি স্থানে বাঁধ ও সড়ক ভেঙে ৪০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এসব গ্রামে পানিবন্দি আছেন ১২ শতাধিক পরিবার। বিভিন্ন স্থানে সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে।
বৃহস্পতিবার দুপুরে হাওরা নদীর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দুর্গতদের মধ্যে ১৫ টন চাল ও পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
পানিবন্দি পরিবারগুলোকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এছাড়া পানি কমে গেলে বাঁধ ও সড়ক মেরামত কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।