রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আ ফ ম খালিদ হোসেন।
Published : 08 Sep 2024, 11:22 PM
মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করতে কতদিন সময় লাগবে তা আগে থেকে মন্তব্য করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, “জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করতে কতদিন লাগবে তার আগাম মন্তব্য করা কঠিন। সময় বলে দেবে আমরা কতদিন আছি।”
“আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ, আজীবন ক্ষমতায় থাকার বাসনা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। আমেরিকায় নাই, বৃটেনে মেয়াদ পূর্তি হওয়ার আগেই চলে যায়, অথচ স্বাধীনতার পর থেকে দেখছি, আমাদের এখানে একবার বসলে ক্ষমতা ছাড়ার মানসিকতা থাকে না।”
ধর্ম উপদেষ্টা রোববার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “আমরা কমিশনকে পুনর্গঠিত করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেব। প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব।”
পরে তিনি রাজশাহীর গোদাগাড়ীর খেতুরিধাম পরিদর্শনের পর হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, “কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা প্রদান করে, আমরা তাদের কঠোর হস্তে দমন করব। এ ব্যাপারে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এবার দুর্গা পূজায় মাদরাসার ছাত্ররা মণ্ডপ পাহারায় থাকবে।”
“দুর্গা পূজায় কোনো চ্যালেঞ্জ নেই। নাশকতার আশঙ্কা করি না। শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে সনাতনী ভাই-বোনেরা দুর্গোৎসব পালন করতে পারবেন।”
উপদেষ্টা বলেন, “আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মঙ্গলবার মিটিং করব। সেখানে আমরা ডিআইজি, জেলা প্রশাসককে নির্দেশনা দেব। কেউ যদি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যেই হোক, আমরা তাকে ছাড় দেব না। আইনের আওতায় এনে বিচার করব।”
আ ফ ম খালিদ হোসেন বলেন, “রাজশাহী বিভাগে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তাদের আশ্বস্ত করতে চাই, আপনারা উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব পালন করবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সবাই সমানভাবে উৎসব পালন করবেন। দেশে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না।”