তিন দিন আগে ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করা হয় বলে দাবি স্বজনদের।
Published : 23 Sep 2024, 05:55 PM
মানিকগঞ্জ সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার তিন দিন পর সোমবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এম আমান উল্লাহ্।
এর আগে শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকা এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
নিহত আশরাফুল ইসলাম পলাশ (৩৫) ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে। তিনি মানিকগঞ্জ পৌর এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।
এ ঘটনায় সাকিন ও সোয়েবসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। সাকিন ও সোয়েব বান্দুটিয়া এলাকার আমজাদের ছেলে।
পলাশের শ্যালক নয়ন বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে আমার বোন জামাই পলাশকে তার বাড়ি থেকে কালীগঙ্গার বেউথা ব্রিজের নিচে ডেকে নিয়ে যান সাকিন ও সোয়েবসহ আরও তিন থেকে চারজন।
“সেখানে নিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।”
ওসি আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা পর আসামি সাকিন ও সোয়েবের বাবা-মাকে জনরোষ থেকে বাঁচাতে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।