মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ১২ জনকে আসামি করা হয়েছে।
Published : 22 May 2024, 10:22 PM
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনি প্রচার ক্যাম্প ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার চেয়ারম্যান পদপ্রার্থী সামছুজ্জামান তালুকদার সোয়েবের সমর্থক উপজেলার আসাদপুর গ্রামের বাসিন্দা আলমগীর ফকির বাদী হয়ে মামলাটি করেন বলে জানান খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা।
বুধবার তিনি বলেন, মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলায় যেসব আসামির নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল কবীর, মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লোকমান হাকিম, মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আবু হাকিম, চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খলিল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা ও খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কাউছার মিয়া।
মামলার অভিযোগে বলা হয়েছে, সামছুজ্জামান তালুকদার সোয়েবের সমর্থকরা আসাদপুর গ্রামে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে প্রচার চালাচ্ছে। কিন্ত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী জব্বারের সমর্থকরা প্রচার বাধাগ্রস্ত করতে নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকালে আসামিরা রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পে হামলা চালায় এবং ক্যাম্প ভাঙচুর করে। এতে কয়েকজন আহত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার প্রধান আসামি আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি মিথ্যা মামলা। আমরা এমন কোনো ঘটনা ঘটাইনি। প্রতিপক্ষ হিসেবে আমাদের হেয়-প্রতিপন্ন করার জন্য এবং আমাদের প্রার্থী গোলাম রব্বানী জব্বারের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এমন নাটক সাজানো হয়েছে।”
খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় খালিয়াজুরী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম রব্বানী জব্বার সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই।