“স্কুল ভবনের চার তলায় ওঠার সময় সিঁড়িতে গোবিন্দ স্যার আমাকে পেছন থেকে জাপটে ধরেন।”
Published : 14 Feb 2025, 01:11 PM
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলা তার স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবালয় থানার ওসি এআরএম আল মামুন জানান, মেয়েটির বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বৃহস্পতিবার রাতে গোবিন্দ চন্দ্র শীকে গ্রেপ্তার করেন তারা।
গোবিন্দ শিবালয় উপজেলার অক্সর্ফোড একাডেমির ইংরেজির শিক্ষক। তার বাড়ি পাশের উপজেলা ঘিওরের করোটিয়া শাহাপাড়া এলাকায়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলছে, “বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় ওঠার সময় সিঁড়িতে গোবিন্দ স্যার আমাকে পেছন থেকে জাপটে ধরেন। এরপর তিনি শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে কুপ্রস্তাব দেন। পরে অনেক চেষ্টা করে তার হাত থেকে ছাড়া পেয়ে স্কুলের বড় আপুদের সহযোগিতায় প্রধান শিক্ষকের কাছে বিচার দেই। কিন্তু স্যাররা কোনো বিচার না করে উল্টো বাসায় এ ঘটনা না জানানোর অনুরোধ করে আমাকে ক্লাসে পাঠিয়ে দেন।”
অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “ঘটনা শোনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।”
তবে শিক্ষক গোবিন্দ চন্দ্রকে বাঁচানোর চেষ্টা করা হয়নি বলে দাবি করেন তিনি।
ওসি মামুন বলেন, মামলায় গোবিন্দসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। গোবিন্দ এই মামলার ২ নম্বর আসামি।
বাকি আসামিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।