“মাথা ও পা বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
Published : 03 Nov 2024, 04:01 PM
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসচাপায় এক রিকশাচালকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
রোববার বেলা ১১টায় উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত ব্যক্তির নাম রেজাউল করিম বলে পুলিশ জানালেও তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রেজাউল ইকরচালী বাজার থেকে বামনদীঘি বাসস্ট্যান্ডে রিকশা নিয়ে পৌঁছান। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মোন্না পরিবহনের একটি বাস রিকশাটিকে জোরে ধাক্কা দিলে রেজাউল ছিটকে পড়েন।
“এ সময় রেজাউলের মাথা ও পা বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে থানায় দেয়।”
মোন্না পরিবহনের বাসের চালককে গ্রেপ্তার এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।