পুলিশের ধারণা, বসত ঘরে কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়।
Published : 19 May 2024, 06:27 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বসত ঘরে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের সূর্যনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূইয়া।
নিহত ৮২ বছর বয়সি বৃদ্ধা ফাতেমা খাতুন ওই গ্রামের মৃত আমিনুল হকের স্ত্রী।
ওসি মনিরুল জানান, বৃদ্ধা ফাতেমা একাই ওই বসত ঘরে বাস করতেন। ধারণা করা হচ্ছে, শনিবার রাত দুইটা থেকে আড়াই টার মধ্যে কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘরে পুড়ে অঙ্গার হন ফাতেমা।
“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে অঙ্গার হয়ে যাওয়া ফাতেমার লাশ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।