এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
Published : 31 Dec 2023, 12:41 PM
মাগুরার মহম্মদপুর উপজেলার ইছামতি বিল থেকে দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, সকাল ১১টার দিকে এলাকাবাসী নড়াইল সীমান্তে ইছামতি বিলের মধ্যে দুইটি গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাতে তাদের দুই ভাইকে কে বা কারা ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী বিলে তাদের লাশ দেখতে পায়।
খবর পেয়ে মাগুরা পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পানিঘাটা ফাড়ির পুলিশ।