বরিশালে ‘চুরির অপবাদে’ তিন কিশোরকে বেঁধে নির্যাতনের অভিযোগ

এই তিন কিশোর একটি বাড়ি থেকে টিউবওয়েলের উপরের অংশ চুরি করে বলে অভিযোগ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2022, 05:35 PM
Updated : 14 Nov 2022, 05:35 PM

বরিশালের আগৈলঝাড়ায় চুরির অপবাদে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

সোমবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের প্রবাসী মোকলেস সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক তিন কিশোর প্রবাসীর বাড়ি থেকে টিউবওয়েলের উপরের অংশ চুরি করে। স্থানীয়রা তাদের আটক করে গাছের সাথে বেঁধে রাখে।”

খবর পেয়ে তিনি গিয়ে তাদের উদ্ধার করে পুলিশে দিয়েছেন এবং তাদের নির্যাতন করা হয়নি বলে এই ইউপি চেয়ারম্যানের দাবি।

এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিন কিশোরকে উদ্ধার করা আগৈলঝাড়া থানার এসআই রমজান হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “থানায় আসেন। তারপর কথা বলব।”

আটক কিশোর বরিশাল নৌ-বন্দর এলাকায় থাকে। তারা বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বলে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে।

স্থানীয় এক সংবাদকর্মী নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন ‘পথকিশোর’ মধ্য শিহিপাশা গ্রামের প্রবাসী মোকলেস সরদারের বাড়ি থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহে যায়। তারা বোতলের পাশাপাশি ওই বাড়ির টিউওবয়েল চুরি করে।

তিনি বলেন, প্রবাসীর স্ত্রী পানি আনতে গিয়ে টিউওবয়েল দেখতে না পেয়ে পথ কিশোরদের দেখে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয় ১০-১২ জনে মিলে ধাওয়া করে ওই তিন কিশোরকে ধরে। পরে রাস্তার পাশে একটি গাছে বেঁধে তাদের মারধর করে।

গাছে বাঁধা ওই কিশোররা সাংবাদিককে বলেন, তাদের স্থানীয়রা বেঁধে নির্যাতন করেছে। অনুনয়-বিনয় করলেও তাদের মন গলেনি।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিউবওয়েলের উপরের অংশ চুরি করায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।