“৫ বছরে সাইফ্জ্জুামান শিখরসহ আমরা অনেকখানি গুছিয়ে এনেছিলাম। সাকিবের হঠাৎ মনোনয়নের ঘোষণায় এমন অবস্থা হয়েছে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথাই বলা যাচ্ছে না।”
Published : 27 Nov 2023, 04:22 PM
তারকা হিসেবে খেলার মাঠ মাতিয়ে সারাদেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এবার খেলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে সাকিবের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। সেখানে অনেক মানুষ তাকে সহযোগিতার কথা জানালেও কেউ কেউ দ্বিমতও পোষণ করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোববার দলীয় প্রার্থীদের যে নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ, তাতে মাগুরা-১ আসনে সাকিব আল হাসানকে নৌকার মাঝি করা হয়েছে।
মনোনয়ন ঘোষণা শেষ হওবার পর থেকেই উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে সাকিবের মাগুরা শহরের বাড়িতে। সেখানে দলের নেতাকর্মীরা যেমন ছিলেন; তেমনি ক্রিকেটের অনুরাগীরাও ছিলেন। রোববার সন্ধ্যার পর পুলিশ সদস্যদের বাড়ির আঙ্গিনায় পাহারা দিতে দেখা গেছে।
যদিও সাকিবের মনোনয়ন ঘিরে পক্ষে-বিপক্ষে কথা চলছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, “দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে নৌকার যে প্রার্থী দেবে, আমাদের তার পক্ষেই কাজ করতে হবে।”
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু বলছেন, “এ ব্যাপারে আমরা দলীয়ভাবে সভা ডেকে সিদ্ধান্ত নেব। আপাতত আর কোনো মন্তব্য করতে চাই না।”
সাকিব আল হাসানের মত আন্তর্জাতিক ক্রিকেট তারকার মাগুরায় মনোনয়নে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু। বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে তিনি বলেন, “আমরা খুশি। আমি তাকে স্বাগত জানাই।”
তবে সাকিবের মনোনয়ন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিলের মনে দোলা দিতে পারেনি। খানিকটা ক্ষোভ নিয়ে তিনি বলেন, “সাকিবের মনোনয়নে আমি সন্তুষ্ট নই। রাজনীতির মাঠে সে একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনোই যোগাযোগ নেই। এত অল্প সময়ের মধ্যে মাগুরা-১ আসনের মত একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না।”
এতে আগামী পাঁচ বছরে দলটি সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাবে আশঙ্কা করে তিনি আরও বলেন, “রাজনীতির বাইরে জেলা সদরে ‘অরাজনৈতিক’ ব্যক্তির মনোনয়নের ঘটনা আগে ঘটেছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন।
“গত পাঁচ বছরে সাইফ্জ্জুামান শিখরসহ আমরা অনেকখানি গুছিয়ে এনেছিলাম। সাকিবের হঠাৎ মনোনয়নের ঘোষণায় এমন অবস্থা হয়েছে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথাই বলা যাচ্ছে না।”
মিলন ঘোষ নামের সাকিবের এক প্রতিবেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাকিব জেলার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মাগুরা আসতে চান বলে তার বাবা জানিয়েছেন। মাগুরা-১ আসনের মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যাই থাক, এখন সব ভুলে যে মনোনয়ন পেয়েছে তার পক্ষে কাজ করতে হবে।”
সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল বলেন, “আমার ছেলেকে মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সবার কাছে দোয়া চাই, যেন সাকিব জনপ্রতিনিধি হয়ে মাগুরার মানুষের সেবা করতে পারে।”