এ ঘটনার পর বনভোজন বাতিল করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 22 Feb 2025, 06:59 PM
জামালপুরের সরিষাবাড়ীতে বনভোজনে যাওয়ার পথে বাসের জানালা দিয়ে মাথা বের করে রাখা অবস্থায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সরিষাবাড়ীর বাঘমারা-সোনাকান্দর মোড়ে এ ঘটনা ঘটে বলে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান।
নিহত রাশেদুল ইসলাম ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সরিষাবাড়ীর চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
প্রধান শিক্ষক বলেন, সকালে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশে রওনা দেয়। চলন্ত বাসটির খোলা জানালা দিয়ে বাইরে মাথা বের করে রাশেদুল ইসলাম।
গাড়িটি বাঘমারা-সোনাকান্দর মোড় পার হওয়ার সময় সড়কের পাশে গাছে তার মাথা বাড়ি খায়। এতে গুরুতর আহত রাশেদুলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার কারণে বিদ্যালয়ের বনভোজন বাতিল করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।