তারাকান্দা উপজেলা নির্বাচন: ২ পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল ও নৌকার প্রার্থী ফজলুল হক হামলার পাল্টাপাল্টি অভিযোগ করছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 06:35 PM
Updated : 1 June 2023, 06:35 PM

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী তার অন্তত ১০ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সমর্থকরা তারাকান্দা শহরের বাসস্ট্যান্ড এলাকা অবরোধ ও জামান ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল বলেন, পরাজয় জেনে নৌকার প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা করেছে। গুলিবিদ্ধ ১০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

“কেউ মারা গেলে আমি এবং আমার লোকজন কাউকে ছাড় দেবে না। আমার নির্বাচনী অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।” 

নৌকার প্রার্থী ফজলুল হক বলেন, “স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের লোকজনের ওপর হামলা চালালে তা প্রতিহত করা হয়। তারা আমাদের বেশ কয়েকজনকে আহত করেছে।” 

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা উভয় পক্ষের সমর্থকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।” 

আগামী ১২ জুন তারাকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।