ঝালকাঠিতে চাচা-ভাতিজা খুনের আসামি ২১, গ্রেপ্তার ৪

২৪ এপ্রিল রাতে শুক্তগড় ইউপির এক সাবেক সদস্য ও তার ভাতিজাকে কুপিয়ে হত্যা করে একদল লোক।  

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 05:26 PM
Updated : 25 April 2023, 05:26 PM

ঝালকাঠির রাজাপুরে চাচা-ভাতিজা খুনের ঘটনায় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। 

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, মঙ্গলবার নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলাটি দায়ের করেন।  

সোমবার রাতে শুক্তগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হাওলাদারকে জগাইরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য  সাইফুল ইসলাম লালুর (লালু মেম্বার) নির্দেশে তাদের কুপিয়ে হত্যা করা করে আসামিরা।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার রাতেই চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

গ্রেপ্তারদের মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এরা হলেন জগাইরহাট গ্রামের মো. সজল হোসেন (২১), মো. মিজান (৪১), মো. শাহজাহান খলিফা (৪৮) এবং খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান (২১)।

 আরও পড়ুন

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য ও ভাতিজাকে কুপিয়ে হত্যা