পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
Published : 09 Nov 2024, 09:34 PM
যশোরের ঝিকরগাছা উপজেলায় হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হওয়ার দুই দিন পর এক যুবক খুন হয়েছেন।
শনিবার দুপুরে পৌর এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।
নিহত পিয়াল হাসান (২৭) উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে। বৃহস্পতিবার একটি হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্ত হয়ে শুক্রবার বাড়ি ফেরেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পিয়াল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রেললাইনের পৌঁছালে কয়েকজন যুবক তাকে ধাওয়া করেন। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে, পিয়াল ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন। এক পর্যায়ে হামলাকারীরা স্কুল ঢুকে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ৫ অগাস্ট পিয়াল তার প্রতিবেশী কামরুল ইসলামকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন কামরুল। সম্প্রতি ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন পিয়াল। বৃহস্পতিবার জামিন পেয়ে শুক্রবার বাড়ি ফেরেন তিনি।
শনিবার তাকে বাজারে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে বলে জানান ওসি বাবলুর রহমান খান।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পিয়ালের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে যশোরের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।