এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করেছেন।
Published : 25 Nov 2024, 07:20 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভাড়া বাড়িতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার মুন্সিরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর সোমবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী।
এর আগে রোববার রাতে ওই নারীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৩৮) উপজেলার মুন্সিরটেক এলাকার ছিবার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ওই নারী উপজেলার পূর্ব চান্দরা পাশা গেইট মুন্সিরটেক এলাকায় রাজ্জাকের বাসায় বাবা-মার সঙ্গে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
পরে সেই বাসার এক ভাড়াটিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্বামী-স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। বিয়ের কিছুদিন পর ওই নারীর বাবা-মা গ্রামে চলে যান।
পুলিশ পরিদর্শক জাফর আলী বলেন “রোববার সন্ধ্যায় ওই নারীর এক বন্ধু তাদের বাসায় বেড়াতে আসেন। রাতে তার স্বামী কারখানায় কাজে চলে যান। পরে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক বাহির থেকে ওই নারীর ঘরের দরজায় তালা লাগিয়ে দেন।
“রাজ্জাক ওই নারীর বন্ধুর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে রাজ্জাক ওই ছেলের কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়ে ছেড়ে দেন। এ সুযোগে রাজ্জাক ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।”
এর আগেও রাজ্জাক বিভিন্ন সময় ওই পোশাক শ্রমিককে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
পরে রাতেই ভুক্তভোগীর স্বামী কালিয়াকৈর থানায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
পুলিশ পরিদর্শক জাফর আলী জানান, ধর্ষণের অভিযোগে রাতেই রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।