উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি যুক্তরাষ্টে তৈরি।
Published : 07 Nov 2024, 12:17 PM
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সুবিদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ওসি মো. শামিম হাওলাদার।
গ্রেপ্তার তিনি সুবিদখালী এলাকার মৃত মোতালেব ফরাজীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর ফরাজীর বাসভবনে অভিযান চালানো হয়।
পরে ভবনের পৃথক দুটি কক্ষ থেকে একটি পিস্তল (৭.৬৫ এমএম), ম্যাগজিন, দুইটি গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি যুক্তরাষ্টে তৈরি।
ক্যাপ্টেন রিমান আরও বলেন, “আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। জননিরাপত্তা বজায় রাখতে এবং আগ্নেয়াস্ত্রের সাথে জড়িত বে-আইনি কার্যকলাপের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র তিনি কিভাবে ব্যবহার করতে চেয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামিম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্নেয়াস্ত্রসহ আটক মো. জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো শাহাবুদ্দিন নান্নু বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “দলের যেই হোক বা যত বড় নেতাই হন না কেন লাইসেন্স ছাড়া এই ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা অন্যায়। তার দায় দল কখনো নিবে না।”