শেখ হাসিনা সরকারের পতনের দিন জনতার পিটুনিতে সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে মারা যান; সেই সময় তাদের দুটি অস্ত্র খোয়া যায়।
Published : 15 Oct 2024, 10:50 PM
চাঁদপুর সদরে গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খানের খোয়া যাওয়া পিস্তল ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদার বাড়ির রাস্তার পাশে বাঁশ বাগান হতে এসব উদ্ধার করা হয় বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান।
পরে গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। সেই সময় সেলিম খানের লাইসেন্স করা একটি পিস্তল ও একটি শর্টগান খোয়া যায়।
পরে অস্ত্রের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হলে, ঘটনার ১০ থেকে ১২ দিন পর সদর উপজেলার বাগাদী এলাকার মো. এহসান মেম্বার শর্টগানটি পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে সেই সময় পিস্তলটির খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, গোপন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় ৯ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করে।
পরে চাঁদপুর সদর মডেল থানায় সংরক্ষণে রাখা পাবলিক গান রেজিস্টার যাচাই-বাছাই করে উদ্ধার করা পিস্তল ও গুলি নিহত সেলিম খানের বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার আব্দুর রকিব।