বাসার সামনে সরকারি ড্রেনের ওপর দিয়ে হাঁটাকে কেন্দ্র করে মারধরে মারা যান মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫০) নামের এক মাছ ব্যবসায়ী।
Published : 08 Sep 2024, 03:41 PM
ফেনীর পরশুরামে এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দক্ষিণ কোলাপাড়া গ্রামে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে রাতে জানান পরশুরাম থানার ওসি মো. শাহাদাত হোসাইন খান।
গ্রেপ্তাররা হলেন- আবুল হাশেম (৫৩) ও জাফর আহমেদ (৫৫)।
এর আগে শুক্রবার রাতে বাসার সামনে সরকারি ড্রেনের ওপর দিয়ে হাঁটাকে কেন্দ্র করে মারধরে মারা যান মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫০) নামের এক মাছ ব্যবসায়ী।
এ ঘটনায় নিহতের ছেলে মো. মানিক বাদী হয়ে পরশুরাম থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আবুল হাশেম ও জাফর আহাম্মদ ছাড়া অন্য দুই আসামি হলেন- মো. এছাক মিয়া (৪৫), মর্তুজা হোসেন আজিম (৩৫)।
মামলার এজাহারের বরাতে ওসি জানায়, বাসার সামনে সরকারি ড্রেনের ওপর দিয়ে হাঁটাকে কেন্দ্র করে এছাক মিয়ার সঙ্গে মোহাম্মদ গিয়াস উদ্দিনের ঝগড়া হয়।
একপর্যায়ে এছাক মিয়া ও তার সহযোগীরা গিয়াস উদ্দিনকে বাসা থেকে টেনে রাস্তায় নিয়ে এসে মারধর করেন এবং গলা চেপে ধরলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শাহাদাত আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।