কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারে সংবাদ সম্মেলন করে বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন ছোট ভাই আব্দুল করিম মোল্লা।
Published : 22 Nov 2024, 04:52 PM
কিশোরগঞ্জে সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে বড় ভাই ‘প্রভাব খাটিয়ে’ পৈত্রিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ, সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারে একটি অনলাইন পোর্টালের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন আব্দুল করিম মোল্লা।
করিম মোল্লা ও আব্দুর রহিম মোল্লা কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা গ্রামের বাসিন্দা আবদুস ছোবান মোল্লার ছেলে।
আব্দুর রহিম মোল্লা জেলা প্রশাসক হিসেবে অবসরে গিয়েছেন জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে করিম মোল্লা অভিযোগ করেন, রহিম মোল্লা ও ভাবি শেলোরা মোল্লা মিলে পৈত্রিক সম্পত্তি দখলের জন্য নানাভাবে পাঁয়তারা করছেন। তারা তাকে শহরের উকিলপাড়া নীলগঞ্জ রোড এলাকার বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য প্রাণনাশের হুমকিও দিচ্ছেন।
হুমকির ঘটনায় ২০ নভেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
করিম মোল্লা বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা হয়নি। বড় ভাই রহিম মোল্লা জোর করে ইটনা উপজেলার বাদলা গ্রামের বসত বাড়িটিসহ ২০ একরেরও বেশি জমি দখল করে নিয়েছেন। এখন শহরের বাড়িটিও দখলে নিতে উঠেপড়ে লেগেছেন। সাবেক ডিসি পরিচয়ের ‘প্রভাব খাটিয়ে’ তিনি নানাভাবে আমাকে হেনস্থা করছেন।”
এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করেছেন করিম মোল্লা।
সংবাদ সম্মেলনে করিম মোল্লার সঙ্গে তার ছোট ছেলে আশিকুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষযে জানতে চাইলে আব্দুর রহিম মোল্লা সাংবাদিকদের বলেন, “জেলা শহরের উকিলপাড়া এলাকায় আমার স্ত্রী তার কেনা জায়গায় একটি বাসা করেছেন। বাসাটির নিচতলা আমার ছোট ভাই দখল করে রেখেছেন। গত ১৬-১৭ বছর ধরে আমার স্ত্রী এ ব্যাপারে একটি জিডিও করতে পারেননি। কারণ ছোট ভাইয়ের ছেলে আওয়ামী লীগের নেতা।”
সরকার পরিবর্তন হওয়ার পর স্ত্রী থানায় জিডি করেছেন জানিয়ে রহিম মোল্লা বলেন, “জিডির কপি সেনাবাহিনীর ক্যাম্পেও দেওয়া হয়েছে। ছোট ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথাই হয়নি।”