“তার মাথা, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।”
Published : 05 Aug 2024, 02:24 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে পড়েছিলেন বলে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২২ বছর বয়সী তোফাজ্জল হোসেন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্রামের মো. আবদুর রশিদের ছেলে। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, “তোফাজ্জল কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় জৈনাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। সংঘর্ষ শেষে তোফাজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
তোফাজ্জলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস।
তিনি বলেন, “তার মাথা, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।”
শ্রীপুর থানার ওসি মো. আকবর আলী বলেছেন, “তোফাজ্জলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সংঘর্ষের মধ্যে পড়ে সে মারা গেছে কি-না তা নিশ্চিত হতে পারিনি।”