হবিগঞ্জের নবীগঞ্জে নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
Published : 18 Mar 2022, 12:12 AM
বৃহস্পতিবার বিকালে উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শ্রমিকরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আনু মিয়ার ছেলে হাসিবুল মিয়া (১৭) এবং একই উপজেলার সেন নগর গ্রামের জিয়াজ আলীর ছেলে জুটন মিয়া (২২)।
স্থানীয়রা জানিয়েছে, সুজাপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দিনব্যাপী লোহার পাইপ বসায় শ্রমিকরা। বিকালে মাটির নিচে বসানো পাইপগুলো ওপরে তুলছিলেন শ্রমিকরা। এ সময় লম্বা পাইপ নিয়ন্ত্রণ করতে না পারায় পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। এতে তড়িতাহত হন হাসিবুল ও জুটন।
গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, “নিজেদের অসাবধানতার কারণেই দুই শ্রমিক বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা গেছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।