শৈত্যপ্রবাহ: কুড়িগ্রামে শীতজনিত রোগে ভোগান্তি
কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2022 03:44 PM BdST Updated: 01 Feb 2022 03:44 PM BdST
কুড়িগ্রামের টানা মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এতে শীতজনিত রোগের সংখ্যাও বাড়ছে।
সোমবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে রাজারহাট উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “জেলায় কখনও মাঝারি কখনও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও দুই থেকে তিনদিন থাকবে।”
এদিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান।
তিনি বলেন, “আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছে।”
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর এ মুর্শেদ জানান, সদর হাসপাতাল ছাড়াও জেলার আরও আটটি হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্তদের ভর্তির সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি উপজেলায় ৫ থেকে ১০ শতাংশ রোগীর সংখ্যা বেড়েছে।
তবে উত্তরের এ জেলায় শীতের প্রকোপ থাকলেও ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে।
এর উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুর রশীদ বলেন, “চলতি বছর জেলায় ৬ হাজার ৮৮৫ হেক্টর বোরো বীজতলা ও ৭ হাজার ২৪০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। শীতের প্রকোপ থাকলেও দিনে রোদ থাকায় কৃষিতে তেমন কোন ক্ষতি হয়নি। ইতোমধ্যে বোরো ধান লাগানো শুরু হয়েছে। আলুও তোলার পর্যায়ে রয়েছে।”
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, ইতোমধ্যে ৭০ হাজার কম্বল উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে। এছাড়াও ৬ হাজার সোয়েটার বিতরণ করার পক্রিয়া চলছে।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বিলাইছড়ি হত্যাকাণ্ড: ১২ দিন পর মামলা, আসামিরা ‘বম পার্টির’
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার