সাঙ্গু নদীতে পর্যটক নিখোঁজ: মৃতের সংখ্যা বেড়ে ৩
বান্দরবান প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2021 12:14 AM BdST Updated: 26 Dec 2021 01:59 AM BdST
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাঙ্গু নদী থেকে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল।
শনিবার বেলা ২টার দিকে ডুবুরিরা লাশ খুঁজে পান বলে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম জানান।
জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা এলাকায় শুক্রবার নদীতে গোসলে নেমে তিনজন ডুবে যান। সে সময় মারিয়া ইসলাম নামে এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাছাড়া নিখোঁজ থাকেন দুই ভাইবোন। তাদের খুঁজতে চট্টগ্রাম থেকে শনিবার সকালে আসে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল বলেন, তিনজনের ডুবুরিদল এসে ঘটনাস্থল ও তার আশপাশে তল্লাশি শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে ১৬ বছর বয়সী মারিয়াম আদনিনের লাশ উদ্ধার করেন ডুবুরিরা। আর বেলা ২টার দিকে উদ্ধার করেন তার ভাই মো. আহনাফ আকিবের (২২) লাশ।
সাঙ্গু নদীতে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, হদিস মেলেনি ভাইয়ের
বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
শীতের কারণে নদীতে উদ্ধার তৎপরতা চালাতে ডুবুরিদলের কর্মীদের বেগ পেতে হয় বলে তিনি জানান।
রোয়াংছড়ি থানা ওসি মো. মান্নান জানান, এ ঘটনায় মোট তিনজনের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নদীর পানিতে ডুবে মৃত্যু হওয়ায় এটি একটি অপমৃত্যুর ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই জানিয়ে আবেদন করা হয়েছে। সে কারণে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
-
জাটকা ধরায় নিষেধাজ্ঞা উঠল
-
বিরোধ: মাদারীপুরে দুজনকে কুপিয়ে আহত
-
কক্সবাজার শহরে দস্যুতা-লুণ্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন
-
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
চুয়াডাঙ্গার সড়কে বাইক ও প্রাইভেট কার থামিয়ে ডাকাতি
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- বিমানবন্দরে ২৩ লাখ সৌদি রিয়াল ফেলে পালালেন যাত্রী