বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটক প্রাণ হারিয়েছেন; নিখোঁজ রয়েছেন দুই ভাই-বোন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2021, 01:22 PM
Updated : 24 Dec 2021, 03:07 PM

শুক্রবার বেলা ৩টার দিকে রোয়ংছড়ি উপজেলার তারাছার বাদুর ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মারিয়া ইসলাম (১৯)।

নিখোঁজ ভাইবোন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও মেয়ে মারিয়াম আদনিন (১৬)।

পর্যটক দলের সদস্যরা

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে বান্দরবানে বেড়াতে আসা ১০ পর্যটক নৌকায় সাঙ্গু নদীপথে বেড়াতে যান। তাদের মধ্যে আটজন তারাছার বাদুর ঝর্ণার পাশে শঙ্খ নদীতে গোসল করতে নামলে শেখ মুছায়াত তানিম গভীর জলে পড়ে যান। তখন তাকে উদ্ধারে তার মামা মো. শামিম, মারিয়াম আদনিন (১৯), আহানফ আকিব (২১) ও মারিয়া ইসলাম (১৯) নদীতে নামেন।

রোয়াংছড়ি থানার ওসি মো. মান্নান জানান, শেখ মুছায়াত তানিমকে উদ্ধার করা গেলেও ওই সময় মারিয়া ইসলাম, আহানফ আকিব ও মারিয়াম আদনিন পানিতে ডুবে যান।

শঙ্খ নদীর রোয়াংছড়ি উপজেলার তারাছা এলাকা

“পরে মারিয়া ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুজন নিখোঁজ হয়ে যান।”

নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানান।

উদ্ধার হওয়া শেখ মুছায়াত তানিম জানান, গত বুধবার তারা নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে বান্দরবান বেড়াতে আসেন। তিনি ছাড়া দলে অন্য কেউ সাঁতার জানতেন না। নদীতে গোসল করার সময় হঠাৎ তিনি পানির গভীরে চলে যান। এ সময় তার চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তারাও তলিয়ে যান।