সাঙ্গু নদীতে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, হদিস মেলেনি ভাইয়ের
বান্দরবান প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2021 01:27 PM BdST Updated: 25 Dec 2021 03:49 PM BdST
বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাই এখনও নিখোঁজ রয়েছে।
বান্দরবান রোয়াংছড়ির ওসি মো. মান্নান জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদী থেকে ১৬ বছর বয়সী মারিয়াম আদনিনের লাশ উদ্ধার করা হয়।
মারিয়াম নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় তার ভাই মো. আহনাফ আকিব (২২) এখনও নিখোঁজ রয়েছেন।

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
রোয়াংছড়ি থানার ওসি মো. মান্নান জানান, শেখ মুছায়াত তানিমকে উদ্ধার করা গেলেও ওই সময় মারিয়া ইসলাম, আহানফ আকিব ও মারিয়াম আদনিন পানিতে ডুবে যান। পরে মারিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ হয়ে যায় দুই ভাই বোন মারিয়াম ও আহানফ। তাদের উদ্ধারে শুক্রবার পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তল্লাশি চালালেও হদিস মেলেনি।
শনিবার সকালে আবার উদ্ধার কাজ চালানোর সময় মারিয়ামের লাশ মেলে যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ নাজমুল আলম বলেন, চট্টগ্রাম থেকে ৩ জনের ডুবুরি দল এসে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। মারিয়ামের ভাই আহনাফ আকিব এখনও নিখোঁজ রয়েছে। তার খোঁজে উদ্ধার কাজ চলছে।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কুমিল্লায় কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা মামলা
-
ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার ভাঙন, বিলীন ‘২৫’ ঘর-বাড়ি
-
রূপগঞ্জে ২ স্কুলছাত্রীকে পিটুনি: শিক্ষক বরখাস্ত, তদন্তে কমিটি
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে