শিবপুরে বাড়িওয়ালার মেয়েও মারা গেলেন

নরসিংদীর শিবপুরে এক ভাড়াটিয়াকে স্ত্রী খুনে বাধা দিতে গিয়ে আহত বাড়িওয়ালার মেয়েরও মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 01:05 PM
Updated : 16 Sept 2020, 01:07 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম বেগম (২৩) বুধবার সকালে মারা যান বলে শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানিয়েছেন।

এনিয়ে ওই ঘটনায় চারজনের মৃত্যু হল।

কুলসুমের বাবা তাজুল ইসলাম (৫৫), মা মনোয়ারা বেগম (৪৫) গত ১৩ সেপ্টেম্বর ঘটনার দিনই মারা গিয়েছিলেন।

ভাড়াটিয়ার স্ত্রী নাজমা বেগমও (৪৫) সেদিন মারা গিয়েছিলেন। তার স্বামী বাদল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শিবপুরের কুমরাদি গ্রামে তাজুলের বাড়িতে ভাড়াটিয়া বাদল পারিবারিক কলহের জের ধরে নাজমাকে দা দিয়ে কোপাতে থাকলে তাকে রক্ষা করতে ছুটে গিয়েছিল বাড়িওয়ালার পরিবার।

কুলসুমের স্বামী জিয়াউর রহমান তারেক জানান, তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এক সন্তানের জননী কুলসুমের শ্বশুরবাড়ি মনোহরদী উপজেলার বগাদী গ্রামে।

এই ঘটনায় কাঠমিস্ত্রি বাদল মিয়াকে আসামি করে শিবপুর মডেল থানায় মামলা করেছেন নিহত বাড়িওয়ালা তাজুলের ছেলে শাহিন মিয়া।

কাঠমিস্ত্রি বাদল বর্তমানে পুলিশি হেফাজতে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।