গ্রেপ্তার রাবি শিক্ষক জাহিদ এবার বরখাস্ত

প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে এক মন্তব্যের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 10:52 AM
Updated : 27 June 2020, 10:59 AM

শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪৯৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী জানিয়েছেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যদি কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হন, তাহলে তাকে সাময়িক বহিস্কারের বিধান রয়েছে। এই বিধান অনুসারেই ওই শিক্ষককে বহিস্কার করা হয়েছে। এটা কার্যকর হবে গ্রেপ্তারের দিন ১৮ জুন  থেকে।”

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, এক যুগ আগে জরুরি অবস্থার সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে যাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুর বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ১৭ জুন রাজশাহী শহরের সাগরপাড়ার বাসিন্দা আইনজীবী তাপস সাহা মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করেন শিক্ষক জাহিদের বিরুদ্ধে।

মামলায় মোহাম্মদ নাসিমকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। গত ১৭ জুন রাতে মামলার পর সেই রাতেই জাহিদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাজশাহী সিটি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেছিলেন, “জাহিদুর রহমান ফেইসবুকে মোহাম্মদ নাসিমকে নিয়ে আজেবাজে কথা লিখে কটূক্তি করেছেন এই অভিযোগে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্যবিলুপ্ত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদকের পদে ছিলেন।

নাসিমকে ইঙ্গত করে ফেইসবুকে লেখার পর গত ১৬ জুন জাহিদুর রহমানকে নড়াইল জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়।

নাসিম রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন সকালে মারা যান। পরদিন রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হন এই আওয়ামী লীগ নেতা।

নাসিম অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে ১ ও ২ জুন কাজী জাহিদুর রহমান ফেইসবুকে লেখেন। কিন্তু সে সময় ঘটনাটা পেছনেই থেকে যায়।

নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে সেদিনই গ্রেপ্তার হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা।

এরপর ১৫ জুন কাজী জাহিদুর রহমানের লেখা সামনে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তার একদিন বাদেই মামলা ও গ্রেপ্তার করা হয়।

জাহিদ ও সিরাজুম মুনিরাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন দেশের অধিকারকর্মীরা।