মানিকগঞ্জে সর্দি-জ্বর নিয়ে বৃদ্ধের মৃত্যু, বাড়ি অবরুদ্ধ ঘোষণা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ি অবরুদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 10:14 AM
Updated : 8 April 2020, 11:04 AM

৬৫ বছরের এই ব্যক্তি বুধবার সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামে নিজের বাড়িতে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, ওই ব্যক্তি কয়েক দিন ধরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সকাল ৮টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে তিনি নিজে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন-উর-রশিদ ও সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা ওই বাড়িতে যান।

ইউএনও বলেন, অধিক সতর্কতার সঙ্গে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। আর ওই ব্যক্তির বাড়ি ও তার এক প্রতিবেশীর বাড়ি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন-উর-রশিদ।

এর আগে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় তাবলিগ জামাতের চারজন এবং এক নারী স্বস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন। এ ঘটনায় সিঙ্গাইর পৌর এলাকা অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।