মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকা ‘লকড ডাউন’
মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2020 01:03 PM BdST Updated: 05 Apr 2020 01:03 PM BdST
-
ফাইল ছবি
এক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকা লক ডাউন করেছে উপজেলা প্রশাসন।
৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামে। তিনি তাবলীগ জামাতের একটি দলের সঙ্গে সিঙ্গাইর এসেছিলেন।
ওই ব্যক্তি ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) ইনস্টিটিউটের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে আসা তাবলীগ জামাতের ১২ সদস্য, মসজিদের ইমাম ও তাদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত মোট ২৯ জনকে তাদের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, ১২ দিন ধরে তাবলীগ জামাতের ১৩ সদস্যের একটি দল সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর নয়াডিঙ্গীতে ‘বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ্ মাদ্রাসা’ নামের একটি প্রতিষ্ঠানের মসজিদে অবস্থান করে।
গত ২৪ মার্চ ফরিদপুর থেকে তাবলীগ জামাতের এই দলটি এসেছে। কয়েক দিন আগে তাদের মধ্যে একজনের সর্দি, জ্বর ও কাশি হয়।
ইউএনও বলেন, শুক্রবার রাতে ঢাকায় আইইডিসিআরে গিয়ে তিনি পরীক্ষা করান। শনিবার রাত ১১টার দিকে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআর। এর পর থেকে তাকে আইইডিসিআর পরিচালিত আইসোলোশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
“আইইডিসিআর থেকে শনিবার রাত ১২টার দিকে এ খবর জানানোর পর সিঙ্গাইর পৌর এলাকা লক ডাউন ঘোষণা করা হয়।”
লক ডাউন কার্যকর করতে পৌর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাইর থানার ওসি আব্দুস সাত্তার।
-
নির্যাতনের ভিডিও ভাইরাল: আরও এক মামলা, গ্রেপ্তার ৫
-
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে বেঁধে নির্যাতন, ব্লেডে কেটে জখম
-
মির্জা কাদেরকে ‘পাগল’ বললেন সাংসদ নিক্সন
-
বাইডেন প্রশাসনে নান্দাইলের জাইন, আনন্দিত গ্রামের মানুষ
-
ইমামের ব্যাংক অ্যাকাউন্টে ‘ভূতুড়ে’ টাকা, ফিরিয়েও দিলেন
-
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
-
ভেদরগঞ্জে নৌকা প্রার্থীর বাড়ির সামনে বিস্ফোরণ, বিদ্রোহীর বাড়িতে ভাংচুর
-
শীতলক্ষ্যা নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
-
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে বেঁধে নির্যাতন, ব্লেডে কেটে জখম
-
মির্জা কাদেরকে ‘পাগল’ বললেন সাংসদ নিক্সন
-
বাইডেন প্রশাসনে নান্দাইলের জাইন, আনন্দিত গ্রামের মানুষ
-
ইমামের ব্যাংক অ্যাকাউন্টে ‘ভূতুড়ে’ টাকা, ফিরিয়েও দিলেন
-
ভেদরগঞ্জে নৌকা প্রার্থীর বাড়ির সামনে বিস্ফোরণ, বিদ্রোহীর বাড়িতে ভাংচুর
-
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ