জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু অনলাইন সেবা দেবে

বিশ্বে মহামারী রূপ পাওয়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অনলাইনে সেবা দেবে বলে জানিয়ে দিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 11:38 AM
Updated : 19 March 2020, 11:38 AM

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম এক বিজ্ঞপ্তিতে জানান, এ বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও কর্মীসহ সবাইকে ক্যাম্পাসে না গিয়ে অনলাইনে সেবা পরামর্শ দেওয়া হয়েছে।

একই সাথে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে সবাইকে জনসমাগম এড়িয়ে যার যার বাসায় অবস্থান করে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার অনুরোধও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বাংলাদেশে করোনাভাইরাসে স্বাস্থ্য ঝুঁকির উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার ইতিমধ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

ফয়জুল করিম জানান, এ সময়ে সংশ্লিষ্ট কলেজসমূহের সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্ত মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। এর আগে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত সত্তরোর্ধ্ব বয়সী একজনের মৃত্যুর খবরও দেন তারা; যিনি বিদেশফেরত এক ব্যক্তির সংস্পর্শে আসায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

অন্যদিকে, বিশ্বের ১৫৮টি দেশে ২ লাখ ১৮ হাজার মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; মৃতের সংখ্যা ৮৮০০ ছাড়িয়ে গেছে বলে তথ্য দিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।