বান্দরবানে গুলিবিদ্ধ সাবেক ইউপি সদস্যের মৃত্যু

বান্দরবান সদর উপজেলার জামছড়িতে অস্ত্রধারীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য মারা গেছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2020, 10:50 AM
Updated : 29 Feb 2020, 10:50 AM

শনিবার ভোরে রাজবিলা ইউনিয়নে জামছড়িতে উচথোয়াই মারমা (৬০) তার বাড়িতে মারা যান তিনি।

ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বাবুল মারমা জানান, ছয় দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শুক্রবার তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।

 “তার বুকে গুলি লেগেছিল।”

গত ২২ ফেব্রুয়ারি বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দূরে জামছড়িতে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় তাদের উপর গুলি চালায় একদল অস্ত্রধারী। ঘটনাস্থলে গুলিতে মারা যান রাজবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ালী লীগের সভাপতি বাচনু মারমা (৫৫)। এ ঘটনা প্রত্যক্ষদর্শী একজন ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যান।

আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য উচথোয়াই মারমা (৬০), মংক্যসিং মারমা (২৬), হ্লামংসিং মারমা (৩৫), আদাসে মারমা (৩২), ক্যমংপ্রু মারমাকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ওই গুলি বর্ষণের ঘটনায় বান্দরবান সদর থানায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে করা মামলা করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান বান্দরবান সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী।