নোয়াখালীতে আ. লীগ নেতা হত্যা: গ্রেপ্তার আরও ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা দিদার হোসেন সৌরভ হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 06:54 AM
Updated : 11 Feb 2020, 06:54 AM

মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক রবিউল হক জানান, মঙ্গলবার ভোরে উপজেলার চর বালুয়া এলাকা থেকে ৪৮ বছর বয়সী আব্দুর রাজ্জাকে তারা গ্রেপ্তার করেন।

রাজ্জাক ওই গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে।

শনিবার রাতে সাড়ে ১২টার দিকে চরএলাহি ইউনিয়নের দ্বীপ চর বালুয়া গ্রামের চর আমজাদে এক বাড়িতে হামলা চালিয়ে দিদার হোসেন সৌরভকে (৪০) গলা কেটে হত্যা করা হয়।

রাতেই নিহত দিদারের বড়ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় সোমবার ভোরে আসামি বাহার উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ।

চর বালুয়া এলাকার মো. ইসাকের ছেলে বাহার উদ্দিনকে গ্রেপ্তারের পর বিকালে মুখ্য বিচারিক হাকিম নবনিতা গুহর আদালতে জবানবন্দি দেন তিনি।

বাহার সৌরভের মাটিকাটা মেশিনের চালক ছিলেন বলে পুলিশ জানায়।  

পরিদর্শক রবিউল বলেন, “বাহারের স্বীকারোক্তিতে আব্দুর রাজ্জাকের নাম উঠে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।”

চর বালুয়ার আবু তাহেরের ছেলে নিহত সৌরভেও হত্যা, অপহরণ ও ধর্ষণ সহ ১৫টি মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানায়।