নোয়াখালীতে শিশু ধর্ষণ: এলাকাবাসীর প্রতিবাদ

নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জে একই দিনে দুই শিশুকে ধর্ষণকারীদের শাস্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।  

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 02:28 PM
Updated : 29 Jan 2020, 02:28 PM

বুধবার বিকালে ‘নিরাপদ নোয়াখালী চাই’ ব্যানারে জেলা শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

মঙ্গলবার সকালে সুবর্ণচরের চর হাছান গ্রামে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে এক যুবক। এ ঘটনায় বুধবার প্রতিবেশী রাকিব হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

একইদিন অপর ধর্ষণের ঘটনা ঘটে বেগমগঞ্জ উপজেলার কালিরহাট বাজারে।

স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক দর্জির বিরুদ্ধে। এ দুই ঘটনায় কালিরহাট বাজারের দর্জি আবুল খায়েরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মানববন্ধনে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেছেন।

এ সময় নিরাপদ নোয়াখালীর সভাপতি সাইফুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এই দুই শিশুকে ধর্ষণের ঘটনায় নিন্দা, প্রতিবাদ এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।