নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্র বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের সময় ছাত্রাবাসে ভাঙচুর ও শিক্ষকের উপর হামলার ঘটনায় ৩৫ জনকে বিভিন্ন ধরনের সাজা দিয়েছে কর্তৃপক্ষ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2019, 03:19 PM
Updated : 9 Nov 2019, 03:19 PM

এর মধ্যে ১৬ ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার, সাতজনকে ২০ হাজার টাকা করে এবং ১২ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নিশ্চিত করেন।

তবে এ বিষয়ে অফিসিয়াল কোনো বক্তব্য দিতে রাজি হননি রেজিস্ট্রার মো. মমিনুল হক।

তিনি বলেন, আগামী সোমবার বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে লিখিত নোটিশ দেওয়া হবে। ফলে রিজেন্ট বোর্ডে কারা উপস্থিত ছিলেন এবং শাস্তি পাওয়া শিক্ষার্থীদের নাম ঠিকানা জানা যায়নি।

গত ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ধ্রুব এর গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর চালিয়ে ছাত্রাবাসের ব্যাপক ক্ষতি করে এবং বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমদের উপরও হামলা হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল অর্নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং ২ সেপ্টেম্বর ওই হলে অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্র উদ্ধার করে।