ফেনীতে ‘জয় বাংলা পরিবারের’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফেনীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘জয় বাংলা পরিবারের’ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 05:11 PM
Updated : 20 June 2018, 05:11 PM

জয় বাংলা পরিবার ফেনী জেলা শাখা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে জয় বাংলার পরিবারের পক্ষ থেকে ফেনী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আহমেদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে আসন্ন নির্বাচনে সরকারের উন্নয়ন প্রচারণার লক্ষ্যে এ সংগঠনটি করার নির্দেশ দিয়েছেন।”

সে অনুযায়ী জেলার নেতৃবৃন্দের তত্ত্বাবধানে পুরো জেলার প্রতিটি স্তরে এ সংগঠনটির কমিটি করা হয়েছে। তাদের সবাইকে নিয়েই এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে তিনি জানান।

অনুষ্ঠানে অভিনেত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে জয় বাংলার পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।  

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল আনাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়মনি।

অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম হাজারীর উপস্থিত থাকার কথা থাকলেও স্ত্রীর অসুস্থতার কারণে থাকতে পারেননি বলে জানিয়েছেন আয়োজকরা।