হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে।
Published : 19 Jun 2018, 01:51 PM
মঙ্গলবার সকালে উপজেলার রোকনপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি গিয়াস উদ্দিন জানান ।
নিহতরা হলেন-সিলেটের জৈন্তা উপজেলার ছইয়া গ্রামের আহসান উল্লার ছেলে নুরুল ইসলাম (২৬) ও আহসানের ভাই আব্দুর রহিমের ছেলে সোয়াবুল (২০)।
স্থানীয়দের বরাতে ওসি গিয়াস বলেন, নুরুল ও সোয়াবুল একটি মোটর সাইকেলে করে বোনের বাড়ি ময়মনসিংয় থেকে সোমবার রাতে বাড়ির পথে রওনা হন।
“ভোরে প্রচন্ড বৃষ্টির মধ্যে একটি গাড়ি তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
পরে স্থানীয়রা শেরপুর হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।