নিখোঁজের একদিন পর বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদী থেকে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 07 May 2018, 12:56 PM
সোমবার সকালে নদীতে ভাসমান অবস্থায় শিশু হৃদয়ের লাশটি পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরদার মো.মাসুদ জানান।
রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের দিনমজুর জাকির হোসেনের ছেলে হৃদয় রোববার দুপুরে নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মাসুদ বলেন, হৃদয়ের নিখোঁজের খবর পেয়ে গেরহাট, খুলনা ও মোংলা ইপিজেড ইউনিটের তিনটি ডুবুরি দল রোববার দুপুর ১টা থেকে দাউদখালী নদীতে উদ্ধার অভিযান শুরু করে।সন্ধ্যা পর্যন্ত তার কোনো হদিস না মেলায় উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়।
সকালে নদীতে হৃদয়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করে বলে মাসুদ জানান।
হৃদয়ের মা রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, রোববার দুপুরে প্রতিবেশীর দুই ছেলের সঙ্গে নদীর পাড়ে খেলতে যায় হৃদয়। কিছুক্ষণ পর ছেলে দুটি ফিরে এসে হৃদয় নদীতে পড়ে গেছে বলে তাদের জানায়।
পরে স্থানীয়দের সহায়তায় নদীতে নেমে হৃদয়কে অনেক খোঁজাখুঁজি করলেও রোববার সন্ধ্যা তাকে পাওয়া যায়নি। সকালে তার লাশ ভেসে ওঠে।