ময়মনসিংহে ৬ ঘণ্টা পর রেল চলাচল শুরু

কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রেললাইন সাড়ে ছয় ঘণ্টা অবরোধ করে রাখার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 08:41 AM
Updated : 11 April 2018, 01:12 PM

রেলওয়ের ময়মনসিংহ স্টেশন ইনচার্জ জহিরুল হক বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রেললাইন অবরোধ করে জানিয়ে তিনি বলেন, অবরোধের মুখে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা নামের ট্রেনটি বেলা ১টার দিকে ফাতেমানগর স্টেশনে আটকা পড়ে।

“এর পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।  বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে একটা ট্রেন স্বাভাবিকভাবে ছেড়ে গেলেও বেলা সাড়ে ৩টার ট্রেনটি আটকা পড়ে। সেটি অবরোধ তুলে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছেড়ে যায়।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রোববার পুলিশ ও ছাত্রলীগের হামলার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

সোমবার সরকারের আশ্বাসের পর মঙ্গলবার আন্দোলনকারীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা গেলেও বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামে।