টঙ্গীতে দুই ভাই হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার 

গাজীপুরের টঙ্গীতে দুই চাচাত ভাই হত্যা মামলার পাঁচ আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 05:40 AM
Updated : 18 Jan 2018, 05:55 AM

টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর অধিনায়ক মো. সারোয়ার বিন কাসেম জানান।

এরা হলেন- হুমায়ুন, জুয়েল, জীবন, রবিউল ও মো. বিল্লাল হোসেন।

গত ১২ ডিসেম্বর রাতে টঙ্গীর দত্তপাড়ায় ঈশানদী সরকার সড়কের বাইতুন নুর জামে মসজিদ এলাকায় আক্তার হোসেন (৩৫) ও তার চাচাত ভাই হাসিফুর রহমান মিমকে (২৭) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর ‍তাদের মৃত্যু হয়।

আক্তার হোসেন দত্তপাড়া এলাকার মুজিবুর রহমানের ছেলে এবং মিম তার ভাই একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। ঘটনার প্রায় এক বছর আগে আক্তার দুবাই থেকে ও মীম ইতালী থেকে দেশে ফেরেন।

এ ঘটনায় ১৩ ডিসেম্বর টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাব কর্মকর্তা সারোয়ার বিন কাসেম বলেন, রাত ১১টার দিকে দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন, জুয়েল ও জীবনকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌনে ১২টার দিকে একই এলাকা থেকে রবিউল ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি ছোরা, একটি চাপাতি, দুইটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।