শেরপুরে সীমান্তে আবারও বন্যহাতির মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে আরও একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে শেরপুরে চারটি বন্যহাতির মৃত্যু হলো।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2017, 02:22 PM
Updated : 18 Oct 2017, 02:22 PM

ঝিনাইগাতী রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন জানান, বুধবার সীমান্তের ১১০৩ নম্বর সীমানা পিলার সংলগ্ন হালচাটি থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ।

রেঞ্জ কর্মকর্তা বলেন, “স্থানীয়দের দেওয়া খবরে দুপুর ১টার দিকে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাই। হাতির শরীরে ক্ষত চিহ্ন পাওয়া গেছে।”

মাদি হাতিটি ১৭ ফুট লম্বা এবং উচ্চতা আট ফুট। বয়স আনুমানিক ২০ বছর। 

কীভাবে বন্যহাতিটি মারা গেছে তার সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। পরে হাতির মৃতদেহ মাটিচাপা দেওয়া হবে বলে- বলেন তিনি

স্থানীয় বাসিন্দা স্বাধীন কোচ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে গরু চরাতে গিয়ে সীমান্ত পিলারের কাছে একটি বন্যহাতি পড়ে থাকতে দেখি। পরে বনবিভাগকে বিষয়টি জানানো হয়।”