শেরপুরের সীমান্তে ফের বন্যহাতির মৃত্যু

দুই দিনের ব্যবধানে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় ফের একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।   

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 03:39 AM
Updated : 8 Oct 2017, 09:42 AM

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো.তারিকুল ইসলাম জানান,উপজেলার বালিজুড়ি গ্রামে রোববার সকালে হাতিটি মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

এর আগে শুক্রবার উপজেলার রাঙ্গাজান গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে একটি মৃত বন্যহাতি পাওয়া যায়।

এছাড়া গত ১৩ অগাস্ট শ্রীবরদী উপজেলার রানী শিমূল ইউনিয়নের সীমান্ত ঘেষা পাহাড়ি হলুয়াহাটি গ্রামে ইউরিয়া সার খেয়ে বিষক্রিয়ায় আরও এক বন্যহাতির মৃত্যু হয়।

তারিকুল বলেন, “বন্যহাতির দল ক্ষেতের ধান খেয়ে ফেলায় স্থানীয় কৃষকদের পেতে রাখা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোববার ভোরের দিকে এ হাতিটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় মামলা দায়েরের জন্য বনবিভাগের বালিজুড়ি বিটের বন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বালিজুড়ি বিটের বন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “মাদী হাতিটির বয়স আনুমানিক চার বছর; উচ্চতা সাত ফুট ও লম্বায় নয় ফুট।”

ময়নাতদন্ত শেষে হাতির মৃতদেহ মাটিচাপা দেওয়া হবে বলে তিনি জানান।