বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় বাঙালি জাতির ওপর পড়া কলঙ্কের দাগ কখনোই মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
Published : 12 Aug 2017, 01:24 AM
শুক্রবার রাজশাহীর বাঘায় এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে পরাধীনতার হাত থেকে বাঁচাতে আজীবন সংগ্রাম করেছেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ নিয়ে অনেক ‘ছিনিমিনি খেলা’ হয়েছে।
“কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরেই সব কিছু শক্ত হাতে মোকাবেলা করতে শুরু করেন। শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি যোগ্য পিতার যোগ্য সন্তান।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা সদস্যের হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন তখনকার রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় বড় মেয়ে শেখ রেহানা এবং ছোট মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে যান।
জেলার বাঘা উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরিয়ার আলম।
বাঘা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সহ-সভাপতি আজিজুল আলম, সাংস্কৃতিক জোটের সভাপতি নিজামুল হক নিজাম, উপজেলা যুবলীগ সভাপতি জাহেদুল ইসলাম টিটন এবং জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক বিপাশা খাতুন আলোচনায় অংশ নেন।
পরে চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অন্য একটি স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহরিয়ার আলম।