নীলফামারীর ডিমলা উপজেলায় একটি বিড়ি কোম্পানির কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার কয়েকঘণ্টা পর কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ।
Published : 25 Oct 2016, 06:50 PM
ডিমলা থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক শাহবুদ্দিন আহমেদ জানান, সোমবার দুপুরে উপজেলার নাউতারা ডাঙ্গার সেতুর কাছে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটকরা হলেন, ডিমলার দক্ষিণ গয়াবাড়ি ফুটানিরহাট গ্রামের ক্ষিতেন্দ্র নাথ রায়ের ছেলে সহদেব চন্দ্র রায় (৩২) ও রংপুরের কাউনিয়া উপজেলার মিনাবাজারের আনারুল ইসলামের ছেলে মেনাজ বিড়ি কোম্পানির কর্মচারী দুলাল ইসলাম (৩৫)।
টাকা বহনকারীদের কেউ ছিনতাইকারীদের তথ্য দিয়ে ছিনতাইয়ে সহায়তা করেছেন বলে পুলিশের ধারণা।
শাহবুদ্দিন আহমেদ জানান, সোমবার মেনাজ বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলাউদ্দীন (৫৫) ও মোটরসাইকেল চালক দুলাল ইসলাম ডিমলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীর কাছে পাওনা চার লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করেন।
“বেলা ১টার দিকে ওই টাকা নিয়ে মোটরসাইকেলে নাউতরা ভাঙ্গার ব্রিজের কাছে পৌঁছলে আরেকটি মোটরসাইকেলে সহদেব চন্দ্র রায় ও খোকন ইসলাম (১৮) তাদের পথরোধ করে।”
এরপর আলাউদ্দীনের হাতে থাকা চার লাখ ৭০ হাজার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
এসআই শাহবুদ্দিন বলেন, এ ঘটনায় আলাউদ্দীন ও দুলাল থানায় অভিযোগ করতে এলে সন্দেহজনকভাবে তাদের আটক করে পুলিশ।
“রাতে অভিযান চালিয়ে ডোমার উপজেলার পাঙ্গা বাজার থেকে সহদেব চন্দ্র রায়কে আটক করে ২৮ হাজার ৫৬ টাকা উদ্ধার করা হয়।”
বাকি টাকা উদ্ধারে অভিযান এবং মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান শাহবুদ্দিন।