ঢাকা-মাওয়া মহাসড়কে যানজট না থাকলেও পারাপারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ সাড়ি রয়েছে শিমুলিয়া ঘাটে।
Published : 11 Sep 2016, 12:46 PM
রোববার কাওরাকান্দি-শিমুলিয়া নৌ-রুটের শিমুলিয়া পাড়েই পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যান রয়েছে।
তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে গজারিয়া অংশে টানা চার দিন তীব্র যানজট থাকলে রোববার তা অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহ খালেদ নেওয়াজ জানান, চারটি রোরো ফেরিসহ এখন ১৭টি ফেরি যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের চাপ বেশি থাকায় পারাপারে ছোটগাড়ি ও বাস অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
“আর দুই শতাধিক ট্রাক ১০ কিলোমিটার দূরে ছনবাড়ি এলাকায় আটকে দেওয়া হয়েছে। পণ্যবাহী এসব ট্রাকসহ ঘাটে পারাপারের অপেক্ষা পাঁচ শতাধিক যান রয়েছে।”
তাছাড়া লঞ্চ ও স্পিডবোট ঘাটেও ঘরমুখো মানুষের ভিড় রয়েছে বলে জানান তিনি।