Published : 07 Jul 2016, 06:16 PM
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দক্ষিণপাড়ায় বাবুর আলীর (৩৮) লাশ পাওয়া যায় বলে দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন জানান।
বাবুর আলী ওই এলাকার সানু মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবুর আলী। সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
ওসি বলেন, ববুরকে হত্যার কারণ পরিষ্কার নয়। তবে পারিবারিক কিংবা স্থানীয় দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।