ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: যুবদল নেতাসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর পরবর্তী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2016, 05:01 AM
Updated : 18 Jan 2016, 05:01 AM

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান।

আটকরা হলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহেদ, রাব্বি মিয়া (২০), শাজাহান মিয়া (২৫) ও ছোটন মিয়া (২৬)।  

গত ১১ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পুলিশ-ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে আহত হন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে শহরজুড়ে তাণ্ডব চালায় সহপাঠীরা।

এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও রেলস্টেশন ভাংচুর করা হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভাংচুরের পাশাপাশি সুর সম্রাটের স্মৃতিবিজড়িত বিভিন্ন বাদ্যযন্ত্রও পুড়িয়ে দেয় মাদ্রাসাছাত্ররা।

ওসি মঈনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহিংসতায় ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক আটক করা হয়।

হামলা ও ভাংচুরের ঘটনায় রেলওয়ে, পুলিশ ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ মোট ১১টি মামলা করেছে। সব মামলায় অজ্ঞাত পরিচয় কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে।