নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লবপুর এলাকার মেঘনা নদীতে লাশটি পাওয়া যায় বলে মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম জানান।
নিহত মেহেদী হাসান (২২) ওই উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি নরসিংদী শহরের স্কলাস্টিকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসআই হিসেবে কর্মরত।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে রায়পুরা থানার এসআই রকিবুল ইসলাম বলেন, “মেঘনা নদীতে ভাসমান অবস্থা অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেন।
“মেহেদী গত বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা পৌর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরেননি ।”
ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।