ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
Published : 31 Mar 2025, 08:15 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় তর্কের জেরে প্রতিবেশীর গুলিতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷
সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে হাসপাতালটির পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ জানান৷
৩৫ বছর বয়সি নিহত পাভেল ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।
ঘটনার পর থেকে প্রতিবেশী রায়হান বাবু পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷
নিহতের বড় ভাই মো. মাসুমের অভিযোগ, “এলাকায় কবুতর নিয়ে তর্কের জেরে সোমবার ভোরে রায়হান বাবু পিস্তল দিয়ে পাভেলকে গুলি করে৷
“ভাইকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ বিকাল সাড়ে তিনটার দিকে পাভেল মারা যায়৷”
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ভোর ৪টার দিকে গুলির ঘটনা ঘটে। পাভেল রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়৷”
ওসি আরও বলেন, “যার বিরুদ্ধে অভিযোগ, সেই রায়হান বাবুর সঙ্গে নিহতের মাদকের কারবার ও সেবনের কারণে সখ্যতা ছিল৷ ভোরে কোনো একটি বিষয় নিয়ে তর্কের জেরে বাবু গুলি চালায়৷ তাকে আটকের চেষ্টা চলছে৷”