পিটুনিতে আহত হয়েছেন নিহতের ছোট ভাই ও চাচা।
Published : 12 Sep 2024, 05:52 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার ভোররাতে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশপুর থানার পরিদর্শক ইসমাইল হোসেন।
নিহত রাশেদ শেখ (৩৭) ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে।
আহত হয়েছেন রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান ওরফে বটা। তারা পুলিশ পাহারায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ পরিদর্শক ইসমাইল জানান, ভোররাতে ওই এলাকার রাজ্জাকের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। গরু নিয়ে পালানোর সময় ওই গ্রামের তৌহিদুল ইসলামের সামনে পড়ে চোরের দল।
গ্রামবাসীর অভিযোগ, তৌহিদুল তাদের চিনে ফেলায় চোরেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তৌহিদুলের চিৎকারে গ্রামের মানুষ এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলে। তবে একজন পালিয়ে যান।
জনতার হাতে আটক তিনজনকে ভালাইপুর স্কুল মাঠে নেওয়া হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিতে শুরু করে। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান।
খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় বলে জানান পুলিশ পরিদর্শক ইসমাইল।
রাশেদের লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।