ঘূর্ণিঝড় রেমালের কারণে মান্না তার পরিবারের সদস্যদের সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়।
Published : 28 May 2024, 07:17 PM
নোয়াখালীর হাতিয়া উপজেলায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ জানান।
নিহত ১২ বছর বয়সি মো. মান্না (১২) ওই গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে।
ইউপি চেয়ারম্যান নুরুল বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপ ইউনিয়নের নয়টি গ্রাম প্লাবিত হয়। এতে লোকজন বিভিন্ন পাকা ভবনে আশ্রয় নেয়। জোয়ারের তোড়ে দ্বীপের বেশিরভাগ সড়ক ভেঙে গভীর গর্ত তৈরি হয়েছে।
“মান্না তার পরিবারের সদস্যদের সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। মঙ্গলবার সকালে সে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত সড়কের গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।